Site icon Chartered Journal

আয়কর আইনে মূলধনি পরিসম্পদ বলতে কি বোঝায়?

capital asset

আয়কর আইনের ধারা ২(৭৭) এ মূলধনি পরিসম্পদের (capital asset) সংজ্ঞা দেওয়া হয়েছে। মূলধনি পরিসম্পদ অর্থ-

(ক) কোনো করদাতা কর্তৃক ধারণকৃত যেকোনো প্রকৃতির বা ধরণের সম্পত্তি

খ) কোন ব্যবসা বা উদ্যোগ (undertaking) সামগ্রিকভাবে  বা ইউনিট হিসাবে

গ)  কোনো শেয়ার বা স্টক,

তবে নিম্নবর্ণিত বিষয়সমূহ ইহার অন্তরভূক্ত হবে না, যথা:

(অ) করদাতার ব্যবসার উদ্দেশ্যে ধারণকৃত কোনো মজুদ, ভোগ্য পণ্য বা কাঁচামাল;

(আ) ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী যেমন- অস্থাবর সম্পত্তি  অর্থে অন্তর্ভুক্ত পরিধেয় পোশাক, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ফিক্সার বা কারুপণা, যন্ত্রপাতি ও যানবাহন যাহা করদাতা কর্তৃক অথবা তাহার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কর্তৃক কেবল ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয় এবং তাহার ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করা হয় নাই।

Exit mobile version