Site icon Chartered Journal

২০২০-২০২১ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে প্রস্তাবিত পরিবর্তনসমূহ

Proposed Budget 2020-2021

১। ব্যক্তি শ্রেণীর করদাতার করমুক্ত আয়ের সীমা

করদাতার ধরণকরমুক্ত আয়ের সীমা
পুরুষ করদাতা৩,০০,০০০ টাকা
মহিলা ও ৬৫ বছরের অধিক বয়স্ক পুরুষ করদাতা৩,৫০,০০০ টাকা
প্রতিবন্ধি করদাতা৪,৫০,০০০ টাকা
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা৪,৭৫,০০০ টাকা

২। ব্যক্তিগত করদাতার নতুন করহার

আয়করহার
৩,০০,০০০ টাকা পর্যন্ত০%
পরবর্তী ১,০০,০০০ টাকার উপর৫%
পরবর্তী ৩,০০,০০০ টাকার উপর১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকার উপর১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকার উপর২০%
অবশিষ্ট টাকার উপর২৫%

৩। প্রান্তিক করদাতাদের জন্য ১ পৃষ্ঠার নতুন রিটার্ন ফরম চালু করার প্রস্তাব করা হয়েছে।

৪। অনলাইনে রিটার্ন দাখিল করলে অতিরিক্ত ২,০০০ টাকা রেয়াত প্রদান প্রস্তাব করা হয়েছে।

৫। কিছু ক্ষেত্র ব্যতীত প্রায় সকল ETIN হোল্ডারদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।

৬। ১০% কর পরিশোধ করলে এবং কমপক্ষে ৩ বছর বিনিয়োগ প্রত্যাহার না করার শর্তে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার বিনিয়োগ প্রস্তাব করা হয়েছে।

৭। ভুয়া বিনিয়োগ/মানি লন্ডারিং কৃত অর্থ ধরা পড়লে ৫০% কর আরোপ প্রস্তাব করা হয়েছে।

৮। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার ৩২.৫০% করার প্রস্তাব করা হয়েছে।

৯। স্থানীয় সরবরাহ পর্যায়ে কিছু কিছু পণ্যের উৎস কর হার ৫% এর পরিবর্তে ২% করার প্রস্তাব করা হয়েছে।

১০। আমদানি পর্যায়ে কিছু কিছু পণ্যের উৎসে কর হার ৫% এর পরিবর্তে ২% করার প্রস্তাব করা হয়েছে।

১১। তৈরী পোশাক খাতে গ্রীণ কারখানার জন্য ১০% এবং অন্যান্যদের জন্য ১২% পরবর্তী ২ বছর অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।

১২। রপ্তানি পর্যায়ে উৎসে কর কর্তনের হার ১% এর পরিবর্তে .৫% করার প্রস্তাব করা হয়েছে।

১৩। প্রাইভেট গাড়ির নিবন্ধনের অগ্রিম আয়কর বৃদ্ধি করা হয়েছে।

গাড়ির ধরণ ও ইঞ্জিন ক্ষমতাপ্রস্তাবিত করের পরিমাণ (টাকায়)
১৫০০ সিসি পর্যন্ত প্রতিটি মোটরকার বা জিপের জন্য২৫,০০০
১৫০০ সিসির অধিক কিন্তু ২০০০ সিসি পর্যন্ত প্রতিটি মোটরকার বা জিপের জন্য৫০,০০০
২০০০ সিসির অধিক কিন্তু ২৫০০ সিসি পর্যন্ত প্রতিটি মোটরকার বা জিপের জন্য৭৫,০০০
২৫০০ সিসির অধিক কিন্তু ৩০০০ সিসি পর্যন্ত প্রতিটি মোটরকার বা জিপের জন্য১,০০,০০০
৩০০০ সিসির অধিক কিন্তু ৩৫০০ সিসি পর্যন্ত প্রতিটি মোটরকার বা জিপের জন্য১,২৫,০০০
৩৫০০ সিসির অধিক প্রতিটি মোটরকার বা জিপের জন্য২,০০,০০০
মাইক্রোবাস২৫,০০০
Exit mobile version