Site icon Chartered Journal

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN)

BEFTN

বর্তমানে Bangladesh Electronic Fund Transfer Network (BEFTN) বা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) গুরুত্বপূর্ন বিষয়। BEFTN এর মাধ্যমে গ্রাহকের নিজের ব্যাংক হিসাব হতে অন্য যে কোন ব্যাংকের গ্রাহকের একাউন্টে টাকা পাঠানো যায়: প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন-ভাতা পরিশোধ করা যায়; গ্রাহকের একাউন্টে সরাসরি ডিভিডেন্ট, ইন্টারেস্ট প্রভৃতি জমা করা যায় এবং গ্রাহকের ব্যাংক হিসাব হতে বিদ্যুৎ, পানি, গ্যাস বিল, বীমা প্রিমিয়াম ইত্যাদি আদায় করা যায়।

EFT কি?

Electronic Fund Transfer (EFT) যার বাংলা অর্থ হচ্ছে “ইলেট্রনিক ফান্ড বা তহবিল বা অর্থ স্হানান্তর”। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) হচ্ছে কম্পিউটার ভিত্তিক সিস্টেমগুলোর মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য আ্যাকাউন্টে সহজেই অর্থ স্থানান্তর করার ব্যবস্হা। অর্থাৎ কম্পিউটার ভিত্তিক সিস্টেমের মাধ্যমে এক বা একাধিক আর্থিক প্রতিষ্ঠানের একাধিক হিসাব এর মধ্যে অর্থ স্থানান্তর বা বিনিময় করা।

EFT সুবিধা

ইলেক্ট্রনিক তহবিল বা ফান্ড স্থানান্তর শব্দটি নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা দেয়-

EFT যেভাবে কাজ করে

ইলেক্ট্রনিক তহবিল বা ফান্ড স্থানান্তর ক্লিয়ারিং হাউসের সাথে এটি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এর জন্য ব্যবহৃত হয় স্বয়ংক্রিয় একটি ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর। নিচে একটি স্বয়ংক্রিয় নিকাশ ঘরের কর্মপদ্ধতি বর্ণনা হলো-

BEFTN কি?

Bangladesh Electronic Fund Transfer Network (BEFTN) বা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) অর্থ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক। BEFTN যার মাধ্যমে ব্যাংকগুলোর গ্রাহক ইলেকট্রনিক উপায়ে নিজের ব্যাংক একাউন্ট হতে অন্য ব্যাংকের গ্রাহকের একাউন্টে টাকা লেনদেন করতে পারেন।

BEFTN সুবিধা

বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত Bangladesh Electronic Fund Transfer Network (BEFTN) এর সুবিধাসমুহ নিচে উল্লেখ করা হলো-

BEFTN Transfer Time

Payments made to other banks before 12.00PMTransferred on the same day
Payments made to other banks after 12.00PMTransferred on the next business day
Payments made to other banks during holiday and weekendsTransferred on next business day
Exit mobile version