Site icon Chartered Journal

আয়কর আইনে ব্যাংক ট্রান্সফার বলতে কি বোঝায়?

Definition of Bank Transfer in Income Tax Act

আয়কর আইনের ধারা ২(৭২) এ ব্যাংক ট্রান্সফারের (Bank transfer) সংজ্ঞা দেওয়া হয়েছে। যদি নিচের যেকোন একটি মাধ্যমে কোন অর্থ স্থানান্তর করা হয়, তাহলে উক্ত অর্থ স্থানান্তরকে ব্যাংক ট্রান্সফার হিসাবে গণ্য করা হবে।

ব্যাংকের এক হিসাব হইতে অন্য হিসাবে ক্রস চেক বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত অন্য কোনো পন্থায় অর্থের স্থানান্তর;

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর মাধ্যমে এক হিসাব হইতে অন্য হিসাবে অর্থ স্থানান্তর;

চালানের মাধ্যমে সরকার বা সরকারের কোনো কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফি, চার্জ, শুন্ধ-করাদি বা অন্য কোনো অর্থ সরকার বা সরকারের কোনো কর্তৃপক্ষের অনুকূলে পরিশোধ

Exit mobile version