তালিকাভুক্ত কোম্পানীতে বিনিয়োগকারীদের বিনিয়োগ উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ড করদাতার কর রেয়াত ও কর অব্যহতি সুবিধা দিয়ে থাকে। জেনে নেওয়া যাক, স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারী করদাতার সুবিধাসমূহ:
কর রেয়াত সুবিধা:
স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোন শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার এ বিনিয়োগের উপর নির্ধারিত হারে কররেয়াত পাওয়া যায়।
কর অব্যহতি সুবিধা:
আয়ের ধরণ | কর অব্যহতির হার |
শেয়ার বিক্রয় হতে অর্জিত মূলধনী মুনাফা | সম্পূর্ণ অংশ |
মিউচ্যুয়াল ফান্ড অথবা ইউনিট ফান্ড থেকে প্রাপ্ত আয় (সুদ, মুনাফা বা ডিভিডেন্ড) | ২৫,০০০ টাকা পর্যন্ত |
তালিকাভুক্ত কোন কোম্পানি থেকে প্রাপ্ত নগদ লভ্যাংশ | ৫০,০০০ টাকা পর্যন্ত |