Site icon Chartered Journal

স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারী করদাতা যেসব সুবিধা পাবেন

tax exemption for Stock Investor

তালিকাভুক্ত কোম্পানীতে বিনিয়োগকারীদের বিনিয়োগ উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ড করদাতার কর রেয়াত ও কর অব্যহতি সুবিধা দিয়ে থাকে। জেনে নেওয়া যাক, স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারী করদাতার সুবিধাসমূহ:

কর রেয়াত সুবিধা:
স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোন শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার এ বিনিয়োগের উপর নির্ধারিত হারে কররেয়াত পাওয়া যায়।

কর অব্যহতি সুবিধা:

আয়ের ধরণকর অব্যহতির হার
শেয়ার বিক্রয় হতে অর্জিত মূলধনী মুনাফা সম্পূর্ণ অংশ
মিউচ্যুয়াল ফান্ড অথবা ইউনিট ফান্ড থেকে প্রাপ্ত আয় (সুদ, মুনাফা বা ডিভিডেন্ড) ২৫,০০০ টাকা পর্যন্ত
তালিকাভুক্ত কোন কোম্পানি থেকে প্রাপ্ত নগদ লভ্যাংশ৫০,০০০ টাকা পর্যন্ত
Exit mobile version