Site icon Chartered Journal

অগ্রিম কর কখন ও কিভাবে পরিশোধ করতে হয়?

Advance Tax

কোনো ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয়বর্ষে তাহার মোট আয় ৬ (ছয়) লক্ষ টাকার অধিক হলে উক্ত করদাতা কর্তৃক প্রতি চলমান অর্থবৎসরে আয়ের উপর অগ্রিম কর পরিশোধ করতে হবে এবং এইক্ষেত্রে তাহা “অগ্রিম কর” (advance tax) হিসাবে উল্লিখিত হবে। তবে এই মোট আয় নিরুপণে নিম্নোক্ত আয়সমূহ অন্তর্ভুক্ত হবে না:

অগ্রিম করের পরিমাণ নিরুপণ। Determination of amount of advance tax

অগ্রিম আয়করের পরিমান ওই করদাতার সর্বশেষ করবর্ষে নিরুপিত মোট আয়করের সমপরিমাণ হবে। তবে উক্ত আয়কর হতে উৎসে কর্তনকৃত বা সংগ্রহকৃত কর অথবা কোন অগ্রিম কর পরিশোধিত হলে তাহা বাদ যাবে। অর্থ্যাৎ, অগ্রিম করের পরিমাণ নিরুপণের সুত্র হচ্ছে,

অগ্রিম কর= সর্বশেষ করবর্ষে নিরুপিত মোট আয়করের সমপরিমাণ – বর্তমান অর্থবর্ষে উৎসে কর্তনকৃত বা সংগ্রহকৃত কর বা অগ্রিম কর

অগ্রিম কর পরিশোধের সময়। Time of payment of advance tax

অগ্রিম কর হিসাবে পরিশোধযোগ্য ন্যূনতম কর নিম্নবর্ণিতভাবে ৪ (চার) টি সমান কিস্তিতে পরিশোধ্য হবে:

অর্থবৎসরের তারিখপরিশোধতব্য অর্থের পরিমাণ
১৫ সেপ্টেম্বর২৫% (পঁচিশ শতাংশ)
১৫ ডিসেম্বর২৫% (পঁচিশ শতাংশ)
১৫ মার্চ২৫% (পঁচিশ শতাংশ)
১৫ জুন২৫% (পঁচিশ শতাংশ)

* উল্লিখিত তারিখ যদি কোনো সরকারি ছুটির দিন হয়, তাহা হলে সংশ্লিষ্ট কিস্তি তাহার পরবর্তী কর্মদিবসে পরিশোধ করতে হবে।

কোনো করদাতা যেকোনো কিস্তি বা উহার অংশবিশেষ পরিশোধ করতে ব্যর্থ হলে, এই আইনের অধীন করদাতার কোনো দায়কে ক্ষুণ্ন না করিয়া, তাহার পরবর্তী কিস্তির সহিত অপরিশোধিত কিস্তি বা উহার অংশবিশেষ যুক্ত হইয়া পরিশোধযোগ্য হবে।

যদি করদাতা হিসাব করে দেখেন যে, বর্তমান অর্থবৎসরে আয়করের পরিমাণ কম হবার সম্ভাবনা রয়েছে, তাহলে তিনি উপকর কমিশনার বরাবর একটি প্রাক্কলন দাখিল করিবেন এবং ইতঃপূর্বে পরিশোধকৃত কোনো কিস্তির সহিত প্রয়োজনীয় সমন্বয়পূর্বক প্রাক্কলন অনুসারে কিস্তি পরিশোধ করিবেন।

নূতন করদাতা কর্তৃক অগ্রিম কর পরিশোধ

কোন নতুন করদাতার আয়বর্ষে যদি মোট আয় ৬ (ছয়) লক্ষ টাকার অধিক হয়, তাহলে উক্ত করদাতার অর্থবৎসরের জুন মাসের ১৫ (পনেরো) তম দিনের পূর্বে তাহার প্রাক্কলিত মোট আয় থেকে উৎসে কর্তনকৃত বা সংগ্রহকৃত কর বা অগ্রিম কর বিয়োজন করে পরিগণনাকৃত তৎকর্তৃক পরিশোধযোগ্য অগ্রিম করের হিসাব উপকর কমিশনারের নিকট দাখিল করবেন এবং উপরোক্ত নির্ধারিত সময়ে কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন।

অগ্রিম করের কিস্তি প্রদানে ব্যর্থ হলে কি হবে?

অগ্রিম কর পরিশোধ করিতে হইবে এইরূপ কোনো করদাতা যদি মূল পরিগণনা অনুসারে বা, ক্ষেত্রমত, প্রাক্কলিত হিসাব অনুসারে নির্ধারিত তারিখে উক্ত করের কোনো কিস্তি পরিশোধে ব্যর্থ হন, তাহা হলে তিনি উক্ত কিস্তির ক্ষেত্রে খেলাপি করদাতা হিসাবে গণ্য হবেন।

Exit mobile version