Site icon Chartered Journal

আয়কর নথি স্থানান্তর Income tax File Transfer আদেশ

Income Tax File Transfer Order

গত ১৩ই জুন, ২০২২ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এক অতীব জরুরী আদেশে বলা হয়, এখন থেকে যার যেখানে ই-টিআইএন নেওয়া আছে তাকে সেখানেই বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে।

যারা আয়কর নথি স্থানান্তর (File Transfer) করতে চান, তাদেরকে প্রথমে অনলাইনে ফাইল ট্রান্সফারের আবেদন করতে হবে। তারপর যেই সার্কেলে ই-টিআইএন নেওয়া ছিল, ঐ সার্কেলে যোগাযোগ করে, ঐ সার্কেল থেকে অনলাইনে এপ্রুভাল নিতে হবে। এপ্রুভাল নেওয়ার পর, যেই সার্কেলে ফাইল আনতে চান সেই সার্কেল থেকে এক্সেপ্ট করাতে হবে। তখনি আপনার অনলাইনে ফাইল ট্রান্সফার হয়ে যাবে, এবং তখনি শুধুমাত্র পরিবর্তিত সার্কেলে রিটার্ন জমা দিতে পারবেন।

Exit mobile version